ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
ওয়ান ব্যাংক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে নন-মোটরাইজড যানবাহন কর ও ফি আদায়ের বিষয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।  

চুক্তি অনুসারে ওয়ান ব্যাংক লিমিটেডের সব শাখা, উপ-শাখা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (ওকে ওয়ালেট ও ওকে এজেন্ট পয়েন্টস), এজেন্ট ব্যাংকিং আউটলেট, ডিজিটাল স্মার্ট ওয়ান অ্যাপের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনকে নন-মোটরাইজড যানবাহন কর ও ফি সংগ্রহ পরিষেবা দেবে।  

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।