ঢাকা: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ।
বিশেষ বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আ ব ম ফারুক।
আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আরবি