ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রাজধানীর সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান তেজগাঁও কলেজের প্রফেশনাল কোর্সের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে আই এইচ জি অন্তর্ভুক্ত হোটেল হলিডে ইন ঢাকা সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা দিকে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন তেজগাঁও কলেজ ঢাকা এর অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস নরিজান বিনতি ইয়াকুব, জিএম, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, ডিন (পোস্ট গ্র্যাজুয়েটস স্টাডিজ, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার), জাতীয় বিশ্ববিদ্যালয়, বদরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান, চেয়ারম্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা।
এ সময় প্রধান অতিথি জিএম মিস নজরিন বিনতি ইয়াকুব হলিডে ইন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ তারকা হোটেলে ইন্টার্নশিপ ও ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ আরও প্রসার ঘটেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে, যা পরে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতকরণে সহায়তা করবে বলে উভয় প্রতিষ্ঠান বিশ্বাস করে।
পর্যটন শিল্পে বিশ্বের বুকে এক অপার সম্ভাবনার নাম বাংলাদেশ। দেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান অবদান এ খাতের। হোটেল শিল্পের বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতির প্রচার ছাড়াও পর্যটন শিল্পের সবচয়ে গুরুত্বপূর্ণ অবদান দেশের মানবসম্পদ উন্নয়নে। প্রতিবছর সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিতকরণ করা হচ্ছে যুবসমাজের জন্য।
উন্নতমানের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলিডে ইন ঢাকা সিটি বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তেজগাঁও কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া ও কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে এবং ২০১৬ সাল প্রতিষ্ঠাবর্ষ থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ একই পদচারণায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে তুলছে। বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে আগ্রহী।
উভয় প্রতিষ্ঠানের সংযোগের আলোকে এ সমঝোতা স্মারক শিক্ষার্থীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও মর্যাদাকে অধিকতর সুরক্ষিত করেছে, যা দেশে পর্যটন শিল্প বিকাশে ভুমিকা রাখবে। তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদের উদ্যোগে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে একটি বিরাট পদক্ষেপ। এ সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী সম্পর্কের পথ তৈরি করবে বলে আমরা বিশ্বাসী।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরবি