ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক-ইউনাইটেড প্রোপার্টি সলিউশনের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ওয়ান ব্যাংক-ইউনাইটেড প্রোপার্টি সলিউশনের মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড প্রোপার্টি সলিউশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

সমঝোতা চুক্তি অনুসারে ইউনাইটেড প্রোপার্টি সলিউশন লিমিটেডের গ্রাহকরা অন্যান্য সুবিধার সঙ্গে আকর্ষণীয় সুদ হারে ওয়ান ব্যাংক লিমিটেড থেকে হোম লোন ও অন্যান্য আর্থিক সুবিধা নিতে পারবেন।

মো. কামরুজ্জামান, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, ওয়ান ব্যাংক লিমিটেড এবং শেখ মো. ফারুক হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়েল এস্টেট নির্মাণ ও ভূমি বিভাগ, ইউনাইটেড প্রোপার্টি সলিউশন লিমিটেড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস আবু জাফর মো. সালেহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।