ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক-স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ওয়ান ব্যাংক-স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের (সনি-স্মার্ট) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সরোয়ার জাহান চৌধুরী ও ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড হোল্ডাররা সারা বছরব্যাপী ‘০’ শতাংশ স্মার্ট ইএমআইয়ের আওতায় ১২ মাসের সুদমুক্ত কিস্তি ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া সনি-স্মার্ট থেকে যেকোনো পণ্য ক্রয় করলে ওয়ান ব্যাংক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড হোল্ডাররা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।