ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

নতুন স্পেকট্রামে আরও উন্নত ডেটা-ভিডিও নেটওয়ার্কে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
নতুন স্পেকট্রামে আরও উন্নত ডেটা-ভিডিও নেটওয়ার্কে রবি

ঢাকা: নিলামে অর্জিত দুই হাজার ৬০০ স্পেকট্রাম ব্যান্ডের প্রয়োগ, অব্যাহত বিনিয়োগ এবং নেটওয়ার্ক অপটিমাইজেশনের মাধ্যমে সারা দেশে রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা এখন আরও উন্নত ডেটা ও ভিডিও নেটওয়ার্ক অভিজ্ঞতা উপভোগ করছেন।

সোমবার (০৯ অক্টোবর) অপারেটরটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ডেটার ব্যবহার বেশি এমন ৫০ শতাংশ সাইটে এখন এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগ করেছে রবি।

যেসব এলাকার সাইটে এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করা হয়েছে সেখানে নেটওয়ার্ক ক্ষমতা দ্বিগুণ হয়ে ডেটার গতি ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করে সারা দেশে নেটওয়ার্ক অভিজ্ঞতা উন্নত করার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

একটি সাইটের সক্ষমতা দ্বিগুণ হওয়ার অর্থ হল সাইটটি আরও ভাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে দ্বিগুণ ডেটা ভলিউম পরিবহন করতে পারে। এর ফলে ভোল্টি ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সেরা মানের ভয়েস কোয়ালিটি উপভোগ করতে পারবেন। ডেটা নেটওয়ার্ক উন্নত করার মাধ্যমে এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগ করে রবির ৫জি পরিষেবা চালু করার প্রস্তুতিও নিশ্চিত করছে। রবি গত বছর একটি উন্মুক্ত নিলাম থেকে দুই হাজার ৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছিল।

নেটওয়ার্ক অভিজ্ঞতার সার্বিক উন্নয়ন সম্পর্কে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি নেটওয়ার্কের মান উন্নত করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য গত কয়েক বছর ধরে গড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার করে প্রতিবছর বিনিয়োগ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগের মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক নিশ্চিত করে সম্মানিত গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পারব। সারাদেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নেটওয়ার্ক অপটিমাইজেশন কার্যক্রম গত বছরের তুলনায় রবি এবং এয়ারটেল উভয় ব্র্যান্ডের ব্যবহারকারীদের জন্য কল ড্রপের হার প্রায় ৬০ শতাংশ কমাতে সরাসরি অবদান রেখেছে। এদিকে, চলতি বছরের শুরু থেকে সামগ্রিকভাবে রবির মিন ওপিনিয়ন স্কোর (এমওএস), যা মোবাইল কলের মান নির্দেশ করে, তা প্রায় ৫০ শতাংশ উন্নত হয়েছে বলে অভ্যন্তরীণ গ্রাহক জরিপে উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।