ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এক্সিম ব্যাংকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন শীর্ষক কর্মশালা

ঢাকা: সম্প্রতি এক্সিম ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৫ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।

 

এতে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল ড. মো. সাইফুল ইসলাম।

এছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রয়োগকারী বিভাগের নির্বাহী পরিচালক ড. আহমদুজ্জামান।  

দিনব্যাপী এ কর্মশালায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।