ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংক ও সিএনএসের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এক্সিম ব্যাংক ও সিএনএসের মধ্যে চুক্তি

ঢাকা: এক্সিম ব্যাংক ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিএনএসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সিএনএসের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মো. জিয়াউল আহসান সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইটি ডিভিশনের প্রধান মো. মাহবুবুল আলম, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, সিএনএসের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

এ চুক্তির ফলে বিআরটিএ’র নিবন্ধিত সব ধরনের যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, নম্বর প্লেট ফিসহ বিআরটিএ’র সব ধরনের ফি এক্সিম ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।