ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের সঙ্গে সফটওয়্যার শপ লিমিটেডের সমঝোতা চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ওয়ান ব্যাংকের সঙ্গে সফটওয়্যার শপ লিমিটেডের সমঝোতা চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেড ওকে ওয়ালেট অ্যাপের মাধ্যমে সহজ প্ল্যাটফর্মে অনলাইন টিকিট ক্রয়ের সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি সই করেছে।

বুধবার (২১ আগস্ট) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, এ চুক্তির অধীনে ওকে ওয়ালেট গ্রাহকরা সহজ অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ব্যবহার করে বাস টিকিট ক্রয় করতে পারবেন। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইউনিটের যুগ্ম ইনচার্জ মো. মোজাফফর হোসেন এবং সফটওয়্যার শপ লিমিটেড-এর ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রধান মো. মহিউদ্দিন তৌফিক উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।