ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন আইইউবিএটির শিক্ষক-কর্মকর্তারা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন আইইউবিএটির শিক্ষক-কর্মকর্তারা

ঢাকা: বন্যাকবলিত মানুষের সহযোগিতায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষক ও কর্মকর্তারা।

শনিবার (২৪ আগস্ট) আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আইইউবিএটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  

এতে বলা হয়, আইইউবিএটির শিক্ষক ও কর্মকর্তারা বন্যার্তদের সহায়তায় তাদের একদিনের বেতনের সমপরিমাণের অর্থ দেবেন।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এ সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় শিক্ষক ও কর্মকর্তারা গর্বিত।

উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করে, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।