ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইইউবিতে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইইউবিতে আলোচনা ও দোয়া মাহফিল

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আইইউবির মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা হাফিজুর রহমান।

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য (ভারপ্রাপ্ত) খন্দকার মো. ইফতেখার হায়দার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।  

আলোচনা শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নাজমুল কবীর।  

এ সময় আইইউবির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।