ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথএশিয়া ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সাউথএশিয়া ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: সাউথএশিয়া ফাউন্ডেশনের (এসএএফ)গভর্নর বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সোমবার (৩০ সেপ্টেম্বর) এ সভা সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।



এজিএমের বোর্ড চেয়ারম্যান জনাব করিমকে পরবর্তী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। তার পুনর্নির্বাচনের পরে, বোর্ড অব গভর্নরস  একই মেয়াদের জন্য পুনর্গঠিত হন।
রেজাউল করিমের নেতৃত্বে এজিএমে কৌশলগত পরিকল্পনা ও আর্থিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়।  

বোর্ড বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন দেয়। বোর্ড পরবর্তী অর্থবছরের জন্য একজন নিরীক্ষক নিয়োগ করে।

সাউথএশিয়া ফাউন্ডেশন, যা সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০১,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।