ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল বেক্সকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল বেক্সকা

ঢাকা: বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (বেক্সকা) পক্ষ থেকে শুক্রবার (২৫ অক্টোবর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে পুনর্বাসনের জন্য পরিবার প্রতি দুই বান টিন ও নগদ দুই হাজার টাকা করে দেওয়া হয়।

বেক্সকার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মাহমুদুর রশিদ মজুমদার টিপু, সাংস্কৃতিক সম্পাদক তারেক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ফারহান আল রাফি, সিফাত শরিফ সদস্য, নির্বাহী কমিটি, রাফিদ (৩৯তম ব্যাচ), শাহরার (৩৯তম ব্যাচ)।

এছাড়া কার্যক্রমে ঝিনাইগাতী উপজেলার ইউএনও, এ সি ল্যান্ড, স্থানীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা ত্রাণ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বর্ণনা করেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। এ উপহার পেয়ে সবাই খুব খুশি হয়েছেন এবং সবার জন্য দোয়া করেছেন।  

এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান ইউএনও। তিনি তার প্রশাসনের পক্ষ থেকে বেক্সকাকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান।  

বেক্সকার যুগ্ম মহাসচিব মাহমুদুর রশিদ মজুমদার টিপু বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আমাদের সংগঠন অংশ নিতে পারায় আনন্দিত। সেই সঙ্গে উপস্থিত উপকারভোগীরা এ অনুদান পেয়ে তাদের ঘরবাড়ি মেরামত করে আবার নতুন করে জীবন শুরু করবেন।

অনুষ্ঠানের সঞ্চালক বেক্সকার সমাজকল্যাণ সম্পাদক ফারহান আল রাফি সবাইকে ধন্যবাদ জানান যারা এ মহতী কাজে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। সেই সঙ্গে সংগঠনের সভাপতি শফিউল্লাহ মাস্তান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ দীপু, নির্বাহী কমিটির সদস্য ও ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক কাজী আরিফুর রহমান এবং কোষাধ্যক্ষ আসিফ খান শাকিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এ সহায়তা কার্যক্রমে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।