ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

অল নিউ হুন্দাই স্টারগেজার- ৭ সিটের ফ্যামিলি স্টার এখন বাংলাদেশে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
অল নিউ হুন্দাই স্টারগেজার- ৭ সিটের ফ্যামিলি স্টার এখন বাংলাদেশে

ঢাকা: ফেয়ার টেকনোলজি লিমিটেড সাত সিটের ফ্যামিলি স্টার, হুন্দাই স্টারগেজার উদ্বোধন করা করেছে।  

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ গাড়ির উদ্বোধন করেন ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক এবং সিইও মুতাসিম দাইয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে মুতাসিম দাইয়ান বলেন, হুন্দাই স্টারগেজার এখন আকর্ষণীয় মূল্যে মাত্র ৩৬ দশমিক ৫০ লাখ টাকায় বাংলাদেশে পাওয়া যাবে। গ্রাহকরা পাঁচ বছরের ওয়ারেন্টি এবং প্রথম দুই বছরের মধ্যে চারটি ফ্রি সার্ভিসের সুবিধা পাবেন। এছাড়াও আমরা তিন বছর অথবা ৪০ হাজার কিলোমিটার ব্যবহারে ৭০ শতাংশ পর্যন্ত নিশ্চিত বাইব্যাক অফার করছি।

তিনি বলেন, পরিবার ও পেশাজীবীদের ব্যস্ত এবং বৈচিত্র্যময় জীবনযাত্রার কথা মাথায় রেখেই ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির মিশেলে করা হয়েছে এই হুন্দাই স্টারগেজারে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে হুন্দাই এর সিগনেচার স্লিক ডিজাইন আর রয়েছে সুপ্রশস্ত কেবিন। এ ফ্যামিলি স্টারের ১ দশমিক ৫ লিটার স্মার্টস্ট্রিম ইঞ্জিন পাওয়ার এবং ফুয়েল ইকনমির চমৎকার ভারসাম্য বজায় রাখে। আর স্মুদ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন সিস্টেম (সিভিটি)।
 
ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, হুন্দাই সবসময় যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে সজাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ। স্টারগেজারে ছয়টি এয়ারব্যাগ, রিয়ার ভিউ ক্যামেরা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ইএসসি), অটো হোল্ডসহ বৈদ্যুতিক পার্কিং ব্রেক, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল (এইচএসি) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। হুন্দাই স্টারগেজারের সঙ্গে পরিবারের ভ্রমণ এখন আরও নিরাপদ।  
হুন্দাই স্টারগেজার এর রয়েছে পাঁচটি আকর্ষণীয় কালার; মিডনাইট ব্লু, টাইটান গ্রে, ড্রাগন রেড পার্ল, মিডনাইট ব্ল্যাক পার্ল এবং ক্রিমি হোয়াইট পার্ল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির, ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ, সিনিয়র ম্যানেজার-সেলস অপারেশনস আতাউর রহমান, প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন ও মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ।

প্রতিষ্ঠা পরবর্তী খুব দ্রুততম সময়ে হুন্দাই অসামান্য গ্রাহক গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং বাংলাদেশে ব্র্যান্ড নিউ কার ক্যাটাগরিতে এক নম্বরে অবস্থান করছে। ফেয়ার টেকনোলজি লিমিটেড বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্দাই মোটর কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেলের উৎপাদন, ডিস্ট্রিবিউশন এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের পার্টনার।

হুন্দাই এর অত্যাধুনিক প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত। হুন্দাই ইতোমধ্যেই ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ার বিভিন্ন স্থানে হুন্দাই ইতোমধ্যে ১০টি শোরুম এবং পাঁচটি সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্রেতাদের জন্য বিশ্বমানের বিক্রয় অভিজ্ঞতা ও বিক্রয়োত্তর সেবা দিচ্ছে।
 
সম্প্রতি, হুন্দাই সার্ভিস লাইভ স্ট্রিমিং চালু করেছে যেখানে গ্রাহকরা দূরবর্তী অবস্থান থেকে তাদের গাড়ির সার্ভিসিং দেখতে পাবেন।

হুন্দাই এর গ্রাহকরা ফেয়ার টেকনোলজির ডেডিকেটেড কাস্টমার সার্ভিস +০৯৬১৩৫০৫০৮০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।