ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইএসইউ কালচারাল ক্লাবের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
আইএসইউ কালচারাল ক্লাবের যাত্রা শুরু

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) যাত্রা শুরু করলো আইএসইউ কালচারাল ক্লাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

 

উপাচার্য বলেন, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেম একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় গুণ হওয়া উচিত। জীবনে বড় হতে হলে সময় ও নিয়ম মেনে চলা জীবন সংস্কৃতির অংশ হতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্য জানতে হবে, না হলে চর্চা হবে না।

তিনি আরও বলেন, ২০২৪ সালে তোমাদের ডাকে দেশের আপামর জনগণ এক হয়েছিল, দেশ তোমাদেরই শাসন করতে হবে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে চর্চার মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।

কালচারাল ক্লাবের মডারেটর ইংরেজি বিভাগের চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) সুলতানা মুশফিকা রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মুহম্মদ কামরুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, আইন বিভাগের চেয়ারপারসন রাশেদ আহমেদ, সিআরডিপির পরিচালক মাহবুবুর রহমান, ক্লাবের উপদেষ্টা এস এম নাসের ইকবাল ও ক্লাবের মডারেটর মুর্শিদা রহমান, জগলুল হক মৃধাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।  

অনুষ্ঠানে কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সজীব হোসেন, সাধারণ সম্পাদক নুরুন্নাহার সুইটিসহ ৩৮ সদস্যের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।