ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

১৬০০ পরিবেশককে নিয়ে কক্সবাজারে কাজী ফার্মসের সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
১৬০০ পরিবেশককে নিয়ে কক্সবাজারে কাজী ফার্মসের সম্মেলন

ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ নানা পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান কাজী ফার্মসের ২৮তম পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। সম্মেলনে ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবেশনে নিয়োজিতদের মধ্য থেকে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়।

এতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৬০০ পরিবেশক সপরিবারে ছুটে এসেছিলেন সমুদ্রের শহর কক্সবাজারে। নগরের একটি অভিজাত হোটেলের বলরুমে শনিবার (৯ নভেম্বর) দিনজুড়ে এই সম্মেলন হয়।

এতে আগতরা বলেন, তাদের দিন শুরু হয় কাজী ফার্মসের পণ্য দিয়ে। কাজী ফার্মস মানুষের প্রাত্যহিক জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এ প্রতিষ্ঠানের পণ্য ছাড়া জীবনই যেন শুরু হয় না।  
 
এজেন্ট ও সেলস টিমের একনিষ্ঠ পরিশ্রমের স্বীকৃতি দিতে এবং তাদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেজাউল হক।  
 
কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান, পরিচালক (হিসাব ও বাজেট) ড. এ বি এম সাইফুজ্জামান, পরিচালক (সম্প্রসারণ) ও সমন্বয়ক ড. বেগম শামসুন্নাহার আহমদ, একই অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মাদ আতিয়ার রহমান।
 
বক্তব্য দেন কাজী ফার্মসের রংপুর জোনের পরিবেশক কবির হাসান খান ও রাজশাহী জোনের পরিবেশক মোখলেছুর রহমান আলাল। স্বাগত বক্তব্য দেন কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান।

সম্মেলনে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমারদের পুরস্কার তুলে দেওয়া হয়।
 
কাজী ফার্মসের ভাষ্য, পরিবেশকদের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে কাজী ফার্মস তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং একসঙ্গে আরও বৃহৎ লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে।  
 
কাজী ফার্মস মনে করছে, এই ইভেন্ট কেবল কাজী ফার্মসের এজেন্টদের অর্জন উদযাপন করছে না, বরং একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের জন্য কোম্পানির লক্ষ্যকেও শক্তিশালী করছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।