ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ঢাকা: মুন্সীগঞ্জে নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এটি এ জেলায় ব্যাংকের তৃতীয় নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেট।

 

ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়ন প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য মাইলফলক এটি। ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো নারীদের আত্মবিশ্বাস ও উদ্যোক্তা মনোভাব আরও সুদৃঢ় করার মাধ্যমে দেশে আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।  

সারা দেশে ব্র্যাক ব্যাংকের ১ হাজার ১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মধ্যে এ আউটলেটটি ব্র্যাক ব্যাংকের ৮৭তম নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেট। দেশে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এ অন্তর্ভুক্তিমূলক উদ্যোগটি একটি নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি বাংলাদেশের নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

৩০ অক্টোবর ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘নিমতলা এজেন্ট ব্যাংকিং আউটলেট’ নামে এ আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান এবং জয়তুন বিজনেস সল্যুশনের চেয়ারম্যান মো. আরফান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এ আউটলেটটি চালু করেছে। আমরা বিশ্বাস করি, নারী-নেতৃত্বাধীন এ এজেন্ট ব্যাংকিং আউটলেটটি গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি আরও বেশি নারীদের এ ব্যবসায় উদ্যোগী হতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস ফাউন্ডেশন এ উদ্যোগের সঙ্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।