ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্পিড নিয়ে এলো ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
স্পিড নিয়ে এলো ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন

ঢাকা: তরুণদের সৃষ্টিশীল দক্ষতাকে অনুপ্রাণিত করতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’ তার ভোক্তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়ে এলো ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন।  

‘স্পিড’-এর পরিবারে সংযোজিত নতুন দুই সদস্য স্পিড জিঞ্জার ও স্পিড গ্রিন অ্যাপেল ক্যানের সৌজন্যে এ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের নিয়মাবলি 

১. স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান নিয়ে রিলসগুলো বানাতে হবে।  

২. অংশগ্রহণকারীকে নিজের ফেসবুক/ইন্সটাগ্রাম প্রোফাইলে পাবলিক করে রিলস শেয়ার করতে হবে।  

৩. রিলস আপলোডের সময় অবশ্যই #SpeedReelsChallenge #SpeedGreenApple #SpeedGinger-এ হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে।  

৪. ক্যাম্পেইন চলাকালীন স্পিড বাংলাদেশের ক্যাম্পেইন এনাউন্সমেন্ট পোস্টের কমেন্ট বক্সে অংশগ্রহণকারীকে নিজের প্রোফাইলে আপলোড করা রিলসের লিংক শেয়ার করতে হবে।  

৫. একজন অংশগ্রহণকারী একাধিক রিলস আপলোড করতে পারবেন।   

৬. ক্যাম্পেইনটির সময়সীমা ১১ থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে রিলস আপলোড করতে হবে।  

৭. একজন অংশগ্রহণকারী একবারই বিজয়ী নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে।

৮. রিলসের ক্রিয়েটিভিটি, সর্বাধিক পজেটিভ কমেন্ট ও রিয়েকশনের ভিত্তিতে বিচারকমণ্ডলী চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করবেন।  

৯. ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করা হবে স্পিড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে এবং বিজয়ী ঘোষণার পরে সাতদিনের মধ্যে বিজয়ীদের মোবাইল নম্বর, বিস্তারিত ঠিকানা স্পিড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/speed.BD.AFBL) ইনবক্স করতে হবে। অন্যথায় বিজয়ী পুরস্কার গ্রহণের সুযোগ হারাবেন।

১০. বিজয়ীদের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃক নির্ধারিত স্থান থেকে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কার সংগ্রহ করতে হবে।

১১. প্রথম ২০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইয়ারবাড। আর অবশিষ্ট ২০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২৪ পিস করে স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান।

ক্যাম্পেইনটি সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’ সবসময়ই তার ভোক্তাদের নতুন নতুন পণ্য ও সেবার অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় স্পিড লঞ্চ করেছে নতুন এ দুই ভ্যারিয়েন্ট স্পিড জিঞ্জার ও গ্রিন অ্যাপেল, যা ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর তরুণ এ গ্রাহকদের সৃষ্টিশীল কাজের স্বীকৃতি দিতে এবার আমরা নিয়ে এসেছি ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন। আমরা আশা করছি, এ ক্যাম্পেইনটি ‘স্পিড’-এর সব তরুণ ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া  ফেলবে। ভোক্তাদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।