ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

দেশে সুজুকি নিয়ে আসছে সবচেয়ে দ্রুতগতির বাইক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
দেশে সুজুকি নিয়ে আসছে সবচেয়ে দ্রুতগতির বাইক

ঢাকা: সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ, বাইকিং দুনিয়ায় নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে, যা দেশের বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল ও মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।

এ সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স ও কার্যক্ষমতা নিশ্চিত করে। এছাড়া বাইকগুলোর ৬-স্পিড গিয়ারবক্স নিখুঁত কন্ট্রোল ও চমৎকার রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।

সুজুকি গৌরবের সঙ্গে দাবি করছে যে, জিক্সার ২৫০ এ শ্রেণির সবচেয়ে দ্রুতগতির বাইক। এটি প্রিমিয়াম ডিজাইন ও অবিশ্বাস্য পারফরম্যান্সের এক অসাধারণ সমন্বয়। সাম্প্রতিক নীতিমালার পরিবর্তন হাই-পাওয়ার মোটরসাইকেলের জন্য বাংলাদেশের বাজার খুলে দিয়েছে। যার ফলে দেশে সুজুকির এ বাইকগুলোর উপস্থাপনা সম্ভব হয়েছে এবং বাইকারদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন সম্ভাবনার যুগ।

১ ডিসেম্বর ২০২৪ তারিখটি মনে রাখুন এবং দেশের মোটরসাইক্লিং ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের অংশ হোন। আরও তথ্যের জন্য চোখ রাখুন সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।