ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

লাক্সারিয়াস ব্রাইডাল ও ফ্যাশন অ্যাটায়ারের নতুন অধ্যায়ের সূচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
লাক্সারিয়াস ব্রাইডাল ও ফ্যাশন অ্যাটায়ারের নতুন অধ্যায়ের সূচনা

ঢাকা: বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন আভিজাত্য ও বিলাসিতার প্রতীক SAVVATA BY RIFAH আজ আনুষ্ঠানিকভাবে তাদের ব্র্যান্ড লঞ্চ করেছে।  

গুলশান অ্যাভিনিউতে অবস্থিত একটি সুবিশাল ফ্লোরে জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি এক্সক্লুসিভ ব্রাইডাল ও লাক্সারিয়াস ফ্যাশন অ্যাটায়ার নিয়ে আত্মপ্রকাশ ঘটিয়েছে।

 

SAVVATA BY RIFAH ফ্যাশনপ্রেমীদের জন্য আন্তর্জাতিকমানের এক্সক্লুসিভ ডিজাইনার পোশাকের সমাহার নিয়ে এসেছে। ব্র্যান্ডটি বিশেষভাবে বিলাসবহুল ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, শারারা, কামিজ, শাড়ি, ফিউশন ওয়্যার, শেরওয়ানি, পাঞ্জাবি ও ইন্ডো সেটের মতো পোশাকে ফোকাস করেছে।  

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার রিফাহ তাসনিয়া স্বর্ণা বলেন, আমরা quality, comfort ও hospitality-এর ওপর জোর দিয়ে প্রতিটি পোশাকে একটি বিশেষ গল্প বুনতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি ব্র্যান্ড তৈরি করা, যা বিশ্বমানের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের রুচি ও আভিজাত্যের স্বপ্ন পূরণ করে। জাঁকালো আয়োজনটি অনুষ্ঠিত হয় ৬ ডিসেম্বর বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গুলশান অ্যাভিনিউতে (রেনেসাঁ হোটেলের পাশে, প্লট-৮০, ঢাকা-১২১২)।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রিয় সেলিব্রিটি সালমান মুক্তাদির ও তার সহধর্মিণী দিশা ইসলাম, শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সার এবং ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নরুল আলম রেজভী ও অন্য গণ্যমান্য ব্যক্তিরা।  

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাতদিনের স্পেশাল ডিসকাউন্ট অফার। SAVVATA BY RIFAH-এর ডিজাইনগুলো আধুনিক ও ট্রেন্ডি স্টাইলের সঙ্গে বিলাসবহুল ব্রাইডাল পোশাকের একটি নিখুঁত মিশ্রণ। প্রতিটি পোশাক মানসম্মত ফেব্রিকসের পাশাপাশি ব্র্যান্ডের ইন-হাউজ ডিজাইনারদের সৃজনশীলতার স্বাক্ষর রাখে। এ পণ্যগুলো শুধু আরামদায়কই নয় বরং বৈশ্বিক মানের স্টাইলও নিশ্চিত করে। ব্র্যান্ডটি তাদের সম্মানিত গ্রাহকদের জন্য রুচিশীল পোশাক ও অসাধারণ গ্রাহকসেবার প্রতিশ্রুতি দিচ্ছে। ডিজাইন ও গুণগতমানের ক্ষেত্রে ব্র্যান্ডটি আন্তর্জাতিক ফ্যাশন জগতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।