ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং।

সোমবার (০৯ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান কনজুমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স বাজারের প্রতি হাইসেন্সের কৌশলগত প্রতিশ্রুতি এবং ফেয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে স্থানীয়ভাবে উচ্চ মানের পণ্য উৎপাদনে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে ড. সালেহউদ্দিন আহমেদ ফ্যাংকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং গ্লোবাল ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে কনজুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য হাইসেন্সের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে বিশ্ববাজারে রপ্তানির সুযোগ জেনে খুশি হন। বিশেষ করে তরুণদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি বাংলাদেশে হাইসেন্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স যৌথ বিনিয়োগ পরিকল্পনার প্রশংসা করেন।

এদিকে সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশকে বৈশ্বিক রপ্তানি বাজারের জন্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে হাইসেন্সের আগ্রহের বিষয়ে জানতে পেরে উচ্ছ্বসিত। তিনি হাইসেন্স প্রেসিডেন্টকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাথরিন ফ্যাং উভয় উপদেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে অন্যান্য বৈশ্বিক বাজারে কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির বিষয়ে হাইসেন্সের আগ্রহের কথা জানান। তিনি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতার অনুরোধও করেছেন। হাইসেন্স ৬৪টি বিদেশি অফিসের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে যাতে স্থানীয় ক্রিয়াকলাপগুলো বিভিন্ন বাজারের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। এর পদচিহ্ন ১৩০টিরও বেশি দেশে বিস্তৃত। হাইসেন্স টিভি বিশ্বব্যাপী দুই নম্বর এবং ১০০ ইঞ্চি প্লাস টিভি বিশ্বব্যাপী এক নম্বরে রয়েছে।

বৈঠকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, দেশের উৎপাদন সম্ভাবনাকে তুলে ধরে বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ কনজ্যুমার ইলেকট্রনিক্স রপ্তানির জন্য তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

হাইসেন্স এবং ফেয়ার ইলেকট্রনিক্সের মধ্যে সহযোগিতা দেশের শিল্প সক্ষমতার অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত এবং বৈশ্বিক ইলেকট্রনিক্স বাজারে বাংলাদেশের পদচিহ্ন সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

সভায় আরও উপস্থিত ছিলেন ফেয়ার ইলেকট্রনিক্সের পরিচালক ও সিইও মুতাসসিম দাইয়ান এবং দক্ষিণ এশিয়ার হাইসেন্সের জি এম মি. জেসন ওয়াং।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।