ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আদালত

টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন স্থগিত

ঢাকা: ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বর্তমান পৌর মেয়রের এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, বাসাইল পৌরসভার ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে আগেই রুল জারি করা হয়েছিল। সেই রুলের সঙ্গে নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবুর রহমান। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন।

আগামী এপ্রিল ১৫ মে বাসাইলে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।