ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আদালত

কুমিল্লার আমদীঘি ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
কুমিল্লার আমদীঘি ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) হাউজিং এস্টেট এলাকার আমদীঘিকে প্লট দেখিয়ে অবৈধ ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২২এপ্রিল) এক সাংবাদিকের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।

নোটিশের বাদী হচ্ছেন কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকার (সিজেএডি) সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার।

 

নোটিশে বিবাদী করা হয়েছে- গৃহায়ন ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ ও বন সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনকে।

ছিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, ঐতিহ্যবাহী ওই দীঘিটিকে প্লট দেখিয়ে তা ভরাট করা হচ্ছে-মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এরই প্রেক্ষিতে ওই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি নোটিশে আহ্বান জানানো হয়।
 
অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।