ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

মাস্টার হাবিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মাস্টার হাবিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন হাবিবুর রহমান মাস্টার।

এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মামলার কৌশলীদের যুক্তিতর্ক শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। এছাড়াও বাকি তিন অভিযুক্ত মৃত্যুবরণ করেন।

কুমিল্লা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।