ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্কাছ মিয়া ও তারা মিয়া।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের সাকাউদ্দিনের ছেলে খায়রুল, একই এলাকার তারা মিয়ার ছেলে ইয়াছিন, মৃত আবেদ আলীর ছেলে মঞ্জিল মিয়া, মৃত তাহেরের ছেলে আঙ্গুর মিয়া, আক্কাছ মিয়ার স্ত্রী শাহানা ও আঙ্গুর মিয়ার স্ত্রী হোসনা আক্তার।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের বিএডিসির কর্মচারী আব্দুল খালেক সরকারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১২ সালের ৩০ জুন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে আব্দুল খালেক সরকারের ছেলে আসাদুর রহমানের সঙ্গে আক্কাছের বাকবিতণ্ডা হয়। এসময় আসাদুর রহমানের বাবা আব্দুল খালেক সরকার ও ছোট ভাই সাইদুর রহমান রাসেল আক্কাছকে বাধা দেন।

একপর্যায়ে আক্কাছ ও তার লোকজন লাঠি, শাবল ও রড দিয়ে আব্দুল খালেককে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছোট ছেলে অ্যাডভোকেট সাইদুর রহমান রাসেল বাদী হয়ে আটজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশ আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন। বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলিরা (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সহকারী সরকারি কৌঁসুলিরা (এপিপি) অ্যাডভোকেট রাখাল দেবনাথ।  

আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।