ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আদালত

কলেজছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুন ১২, ২০১৯
কলেজছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মানিকগঞ্জ: কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় মিজানুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

বুধবার (১২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর সদর উপজেলার পূর্ব মিতরা গ্রামের পান্নু মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, বাড়ি থেকে কলেজে আসা যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করত মিজানুর। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মিজানুর ওই কলেজছাত্রীর ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনার দু’দিন পর ভুক্তভোগী ছাত্রী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আদালত মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।