ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

ঢামেক কর্মচারী খুনের ঘটনায় একমাত্র আসামির স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ঢামেক কর্মচারী খুনের ঘটনায় একমাত্র আসামির স্বীকারোক্তি

ঢাকা: ধূমপান সংক্রান্ত বিবাদের জেরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কর্মচারী আমির হোসেন খুনের ঘটনায় হওয়া মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে একমাত্র অভিযুক্ত আসামি মো. ইব্রাহীম। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ইব্রাহীমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে হাজির করা হয়।

এ সময় ইব্রাহীমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মহসিন সরদার।

বিচারক ওই আবেদন মঞ্জুর করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পরে ইব্রাহীমকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রোববার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয় আমির হোসেনকে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, নিহত আমির হাসপাতালের বহির্বিভাগের ক্যান্সার বিভাগের ৪র্থ শ্রেণির কর্মচারী। রোববার সকালে বহির্বিভাগের সামনে ইব্রাহীম নামের এক কিশোর তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটায়। তাৎক্ষণিকভাবে সেখানকার দায়িত্বরত আনসার সদস্যরা ইব্রাহীমকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেন ও আহত আমিরকে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা আমিরকে মৃত ঘোষণা করেন।

আমিরের ছেলে মো. মারুফ হোসেন বলেন, সপ্তাহখানেক আগে হাসপাতালের বহির্বিভাগে কিশোর ইব্রাহীমকে ধূমপান করতে দেখে ধমক দেন তার বাবা। পরবর্তীতে ইব্রাহীমের মায়ের কাছেও এ ব্যাপারে নালিশ দেন তিনি। তার জের ধরেই রোববার সকালে বহির্বিভাগ দিয়ে যাওয়ার সময় ক্রিকেট ব্যাট নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায় ইব্রাহীম।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
কেআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।