ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আদালত

শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিন হত্যার দায়ে বাবা আব্দুল বাছির (৪০) ও চাচা নাসির উদ্দিনকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় অভিযুক্ত অন্য দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- চাচা আব্দুল মোছাব্বির ও জামশেদ আলী।

 

এদিকে একই মামলায় তুহিনের কিশোর চাচাতো ভাই শাহরিয়ারকে (১৭) আট বছরের আটকাদেশ দেন আদালত। তার ১৮ বছর হলে তাকে কারাগারে পাঠানো হবে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। সেদিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের মরদেহ পাওয়া যায়। এসময় তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল ও পেটে বিদ্ধ ছিল দু’টি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এ মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা
নাসির উদ্দিন, আব্দুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং চাচাতো ভাই শাহরিয়ারকে (১৭) গ্রেফতার করে পুলিশ।

তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর ওই পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় পুলিশ। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ গঠন হয়। জেলা ও দায়রা জজ আদালতে ২৬ সাক্ষীর সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে মামলার রায়ের জন্য ১৬ মার্চ তারিখ ধার্য করেন বিচারক।  

সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণ হওয়ায় সোমবার ওই দু’জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় একই মামলায় অভিযুক্ত অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) শামছুন নাহার বেগম বাংলানিউজকে বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে সাধারণ মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা আরও বাড়বে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু।

প্রতিপক্ষকে ফাঁসাতে ও প্রতিবেশী তথা এলাকাবাসীর সহমর্মিতা পেতে নির্মমভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

** নৃশংস অত্যাচার করে শিশুকে হত্যা
** তুহিনের শরীরে বিদ্ধ ছুরিতে দুই নাম কেন, ঘুরছে প্রশ্ন
** ‘বাবা-চাচারাই হত্যা করেছে শিশু তুহিনকে’
** শিশু তুহিন হত্যা: চাচাতো ভাইয়ের ৮ বছরের আটকাদেশ
** শিশু তুহিন হত্যা: বাবা-চাচাসহ তিন জন রিমান্ডে
** শিশু তুহিন হত্যা: ফের রিমান্ডে বাবা-চাচা
** শিশু তুহিন হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
** শিশু তুহিন হত্যায় মামলা করলেন মা, আসামি অজ্ঞাতনামা
** তুহিন হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত রিপোর্ট দাখিল
** তুহিন হত্যাকাণ্ড: বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট 
** শিশু তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি
** শিশু তুহিন হত্যা: সন্দেহের জালে পরিবার
** তুহিন হত্যাকাণ্ড: রিমান্ড শেষে বাবা-চাচাসহ ৩ জন কারাগারে
** ‘যেই আমার ছেলেকে মেরেছে তার বিচার চাই’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।