চট্টগ্রাম থেকে : কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শত রান ছাড়িয়েও ছুটছিলেন দুই উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।
চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট নিতে পারেনি সফরকারীরা। অবশেষে তাদের উইকেট এনে দেন উমেশ যাদব। অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান শান্ত। এর আগে ভারতের ড্রেসিং রুমে কি কোনো আতঙ্ক ছড়িয়েছিল?
এমন প্রশ্নের জবাবে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘না, আমরা জানতাম আমাদের হাতে যথেষ্ট রান আছে। এটা আমাদের আক্রমণাত্মক হওয়ার বিকল্পও দিয়েছে। কোনো আতঙ্ক ছিল না। ড্রেসিং রুম ছিল শান্ত। ’
মধ্যাহ্নভোজের বিরতির সময় কী কথা হয়েছিল? মামব্রে বলেন, ‘আলোচনা হয়েছিল ধৈর্য ধরা নিয়ে। আমরা জানতাম যত খেলা হবে, উইকেট সহজ হবে, কাজ কঠিন হবে আমাদের। নজর ছিল ধৈর্য রাখায়, ঠিক জায়গায় বল করা ও সুযোগ তৈরিতে। হাফ চান্স পেলেও সেটাকে কাজে লাগানোর ব্যাপারে কথা হয়েছে। ’
‘আমরা খুব খুশি ছিলাম যেভাবে সবকিছু এগোচ্ছিলো। পরের দুই সেশনে ছয় উইকেট নিয়ে সমস্যার সমাধানও করেছি। আগামীকাল প্রথম সেশনেও কিছুই বদলাবে না, খেলার পরিকল্পনায় ঠিক থাকতে হবে। আমরা খুশি। আমরা পরের দুই সেশন থেকে প্রত্যাশা করছি। সবমিলিয়ে খুব খুশি। ’
বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি