ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পন্থ-শ্রেয়াসের শতরানের জুটি, লিডের পথে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
পন্থ-শ্রেয়াসের শতরানের জুটি, লিডের পথে ভারত ছবি: শোয়েব মিথুন

দলীয় ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। চাপের পড়ে যাওয়া দলকে এরপর ঘুরে দাঁড়ানোর পথ দেখান ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার।

এরইমধ্যে পন্থ তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। শ্রেয়াসের সঙ্গে অবিচ্ছিন্ন শতরানের জুটিও গড়েছেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। ৭৮ রানে ব্যাট করছেন পন্থ এবং ৪২ রানে অপরাজিত শ্রেয়াস। বাংলাদেশের চেয়ে এখনও ২৫ রানে পিছিয়ে সফরকারীরা।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ইনিংসে ২২৭ রানে থেমেছে স্বাগতিকরা।  

আগের দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে এসে সাফল্য এনে দেন তাইজুল। তার বলে পা বাড়িয়ে ডিফেন্ড করতে গেলে প্যাডে লাগে রাহুলের। কিন্তু আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে সাজঘরে ফিরতে হয় রাহুলকে। ১ চারে ৪৫ বল খেলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  

নিজের পরের ওভারেই আরেক উদ্বোধনী ব্যাটার শুভমন গিলকে আউট করেন তাইজুল। সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। এবার সরাসরি আউটই দেন আম্পায়ার। ১ চার ও ছক্কায় ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল।  

এরপর ভয় ধরাচ্ছিলেন বিরাট কোহলি ও পূজারা। দুজন মিলে খেলে ফেলেছিলেন ১০০ বল, তারা টিকে গেল বিপদ আনতে পারেন সেটা জানা। তবে ঠিক ১০১তম বলে এসেই ক্যাচ দেন পূজারা। শর্ট লেগে দাঁড়িয়ে সেটি ধরেনও মুমিনুল। এর আগে জাকির দাঁড়িয়ে ছিলেন এই জায়গায়, তার আশেপাশে কয়েকটি বলও এসেছিল কিন্তু মুঠোয় জমাতে পারেননি।  

মুমিনুল ক্যাচ ধরলেও কিছুটা দ্বিধা ছিল। থার্ড আম্পায়ারের শরনাপন্নও হতে হয়। কয়েকটি অ্যাঙ্গেল ও জুম করে দেখে তিনি নিশ্চিত হন, ক্যাচ ধরার সময় তাইজুলের আঙুল ছিল নিচে। কোহলির সঙ্গে ৩৪ রানের জুটি ভাঙে পূজারার। তিনি ২ চারে ৫৫ বলে ২৪ রান করে ফেরেন সাজঘরে।  

প্রথম সেশনের বাকি সময়টুকু পার করেছেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি। ৬৫ বলে ১৮ রান করেছেন কোহলি, ১৪ বলে ১২ রান এসেছে পন্থের ব্যাট থেকে। সফরকারীদের প্রথম তিন উইকেটের সবগুলোই নিয়েছেন তাইজুল ইসলাম।   

দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ভারত ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করে। এরপর বিরাট কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। ভারতের সেরা তারকা ব্যাটার বিরতির পর তাসকিনের শিকার হয়ে ফেরেন। এই ডানহাতি পেসারের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। বিদায়ের আগে কোহলির নামের পাশে ছিল ২৪ রান। দলীয় ৯৪ রানে ৪ উইকেট হারায় ভারত।

চাপে পড়ে যাওয়া ভারত এরপর ঘুরে দাঁড়ায় ঋষভ পন্থ এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটে। পন্থ তো রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৪৯ বল খেলেই তুলে নেন দারুণ এক ফিফটি। অপর প্রান্তে আগ্রাসী ব্যাটিং করে যান শ্রেয়াসও। তবে ব্যক্তিগত ৫৯ রানে একবার লন-অনে ক্যাচ তুলে দিয়েছিলেন পন্থ। কিন্তু সেই ক্যাচ মিস করেন মুশফিকুর রহিম; বল চলে যায় সীমানার বাইরে। ফলে আউটের বদলে হয় ছক্কা!

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।