ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অব্যাহতি দেওয়া হয়েছে পিসিবির প্রধান নির্বাচককে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
অব্যাহতি দেওয়া হয়েছে পিসিবির প্রধান নির্বাচককে

বুধবার (২১ ডিসেম্বর) রমিজ রাজা ও তার বোর্ডকে পিসিবির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় দেশটির সরকার। এরপর নাজাম শেঠিকে নেতৃত্বে রেখে ঘোষণা করা হয় ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ।

দায়িত্বে আসার পরপরেই আজ প্রধান নির্বাচক পদ থেকে মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে দিয়েছেন পিসিবির নতুন সভাপতি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এই ব্যাপারে নাজাম বলেছেন, ‘আমরা আজই (শুক্রবার) বোর্ডের সকল কমিটি ভেঙে দিচ্ছি। কারণ এগুলো সব ২০১৯ সালের গঠনতন্ত্র অনুযায়ী করা, যা এখন বিলুপ্ত। তাই আমরা এখন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সব পুনর্গঠন করব। ’

পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে ২০২০ সালে দায়িত্বে আসেন ওয়াসিম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগেই চাকরি হারালেন পাকিস্তানের এই সাবেক এই ক্রিকেটার।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।