ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ধৈর্য হয়তো আপনাদেরও কম, আমাদেরও’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
‘ধৈর্য হয়তো আপনাদেরও কম, আমাদেরও’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেটে আফসোসের এমনিতেই অন্ত নেই। সবসময়ই ‘এটা হলে এমন হতো’ ধরনের ব্যাপার থাকে।

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসেই যেমন। ৯৪ রানে ভারতের চার উইকেট তুলে নিয়েছিল স্বাগতিকরা। এরপরও মিলেছিল বেশ কিছু সুযোগ।

শ্রেয়াস আয়ার ও ঋষভ পন্থের জুটিতে দুটি ক্যাচ মিস করেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে দাঁড়িয়ে সহজ স্টাম্পিং করতে পারেননি নুরুল হাসান সোহান। পরে দুজনের জুটিতে আসে ১৫৯ রান। আয়ার ৮৭ ও পন্থ করেন ৯৩ রান। তাদের জুটিতেই ৮৭ রানের লিড নেয় ভারত।

সুযোগ মিসের আফসোস দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে করেন তাইজুল ইসলামও। তারপর তার কাছে প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটে বরাবরই এমন ‘একটুর’ আফসোসের শোনা যায়। এটা কি কাকতালীয় নাকি নিজেদের ঘাটতি? জবাবে তাইজুল বলেছেন, ‘ধৈর্য হয়তো আপনাদেরও কম, আমাদেরও। ’

এর আগে অবশ্য তাইজুল এসব ক্যাচ ফেলা নিয়ে বলেছেন, ‘আসলে সত্যি কথা বলতে আমাদের এখানে একটু ঘাটতি আছে। ঘাটতিটা এরকম যে বড় বড় দলের সঙ্গে খেলতে গেলে হয়তো বা এ সুযোগগুলো পাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে দুই একটা সুযোগ দলগুলো পেয়ে থাকে। ইন শা আল্লাহ আমরা দ্রুতই কাভার করার চেষ্টা করবো। ’

বারবার এমন সুযোগ মিস কি বোলারদের মানসিকভাবে পিছিয়ে দেয়? জবাবে তাইজুল বলেছেন, ‘এসব আসলে মাঠের মধ্যে ওভাবে কাজ করে না। কারণ যদি মাঠের মধ্যে আমার ব্রেইন নাই চলে, তখন পরের বল করাটা অনেক কঠিন হয়। তো এগুলো আসলে ভুলে যাওয়া ভালো। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।