ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রমিজ রাজার বিদায় নিয়ে মুখ খুললেন বাবর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
রমিজ রাজার বিদায় নিয়ে মুখ খুললেন বাবর

মাঠ ও মাঠের বাইরে দুই দিকেই অন্যরকম সময় পার করছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ধবলধোলাই হওয়ার পর রমিজ রাজাকে সরিয়ে নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।

এসেই পিসিবির বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। এসব পালাবদলের পর মুখ খুলেছেন বাবর আজম।

রমিজের বিদায় পেশাদারিত্বের সঙ্গেই নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তবে তার মনোযোগ একদমই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে, মাঠের বাইরের ঘটনায় নয়।  

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাবর বলেন, ‘গত দুই-তিন দিনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে তবে পেশাদার হিসেবে এসব কিছুর মুখোমুখি হতে হয়। আমাদের কাজ হলো মাঠে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা। এই ব্যাপারগুলো মাঠের বাইরের এবং আমাদের পুরো মনোযোগ হলো কীভাবে ম্যাচ জেতা যায়, কীভাবে সিরিজে ভালো শুরু করা যায় ও তিন বিভাগে ভালো খেলা যায়। ’

‘সবশেষ সিরিজে আমরা নিজেদের মতোন করে খেলতে পারিনি, কারণ ছোট থেকে ছোট ভুলও আমাদের পিছিয়ে দিয়েছে। সেই ভুল শুধরে এখন ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব আমরা। ’

কাল থেকে শুরু হবে করাচি টেস্ট। শহীদ আফ্রিদি প্রধান নির্বাচক হওয়ার পর স্কোয়াডে যোগ করেছেন মির হামজা, শাহনেওয়াজ ধানি ও সাজিদ খানকে। শুরুর একাদশ কেমন হবে তা আফ্রিদির সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন বাবর।

‘নির্বাচকদের সঙ্গে আলোচনা করব আমরা। তারপর সেরা একাদশ নির্বাচন করব। তার নিজস্ব মানসিকতা আছে। সেরা কম্বিনেশনকেই গুরুত্ব দেব আমরা। কে খেলবে, কে খেলবে না-সেটার দিকে নয়। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।