ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টের জন্য ‘ভালো কোচ’ চায় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
টেস্টের জন্য ‘ভালো কোচ’ চায় বিসিবি ছবি : শোয়েব মিথুন

হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর ভবিষ্যতের অনিশ্চয়তা নতুন নয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার টেস্টেও একই রকম ভাবনা নিয়ে আসতে চায় তারা।  

টেস্টে অবশ্য ডমিঙ্গোর হাত ধরে সাফল্য এসেছে অনেক। চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারায় টাইগাররা। পরে অবশ্য হেরে যায় বছরের বাকি ৮ ম্যাচ। তবুও তার অধীনে উন্নতির ছাপ ছিল। যদিও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নতুন করে শুরু হয়েছে মিরপুর টেস্টের পর ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায়।  

তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য ভালো আমাদের এমন একজন কোচ দরকার। ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তাও নজর রাখা দরকার। কারণ বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির দিকে নজর রাখতে হবে। পাশাপাশি, আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন। ’

কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জালাল বলেছেন, ‘কোচের যেন দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এই ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা…। ’

ঐতিহাসিক জয় দিয়ে শুরুর পর বছরজুড়ে টেস্টে হতাশই করেছে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে এসে ভারতের বিপক্ষে মিরপুরে জেতার খুব কাছে গিয়েছিল। তবে জালাল ইউনুস বলছেন, কেবল এটুকুতেই সন্তুষ্ট থাকতে চান না তারা। জিততে চান র‌্যাঙ্কিংয়ের উপরের সারির দলগুলোর বিপক্ষেও।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র‌্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ। ’
 
‘যত কিছুই বলুন, ভারতের সঙ্গে জেতা কঠিন। এখানে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। কিন্তু ভারত এই কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে ভারতের সঙ্গে পারা কঠিন। তবে কাছে এসে গিয়েছিলাম। এমনটি চট্টগ্রামেও, আর কিছু রান যদি থাকত, ড্রয়ের পথে যেতে পারতাম, জিতেও যেতে পারতাম। টেস্টেও আমরা ভালো করেছি, সর্বাত্মক চেষ্টা করছি আরও ভালো করার জন্য। অপেক্ষা করুন, কিছু পরিবর্তন হয়তো দেখতে পাবেন। ’

বাংলাদেশ সময় : ১৭৩৪ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।