ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আবারও আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আবারও আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন মোহাম্মদ নবী। এবার তার উত্তরসূরী হিসেবে রশিদ খানের নাম ঠিক করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


অধিনায়কত্ব অবশ্য রশিদের জন্য নতুন নয়। ২০১৯ সালে তিন মাস আফগানিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কাঁধে দেওয়া হয়েছিল নেতৃত্বের ভার। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগে পদত্যাগ করেন এই লেগ স্পিনার। তার পরিবর্তে নবীকে বানানো হয়েছিল অধিনায়ক।

আবারও নেতৃত্ব পেয়ে রশিদ বলেন, ‘অধিনায়কত্ব হলো বড় দায়িত্ব। এর আগেদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে আমার। এখানে অসাধারণ খেলোয়াড় আছেন যাদের সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো। আমরা চেষ্টা একত্র থাকার। সঠিক পথে থাকার এবং দেশকে গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম করবো আমরা। ’

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে চার ম্যাচে জয় এনে দিয়েছেন রশিদ। তৃতীয় মেয়াদে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ফেব্রুয়ারিতে আরব আমিরাত সফর। যেখানে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা।

রশিদকে অধিনায়ক বানাতে পেরে খুশি এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তিনি বলেন, ‘আফগানিস্তানকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রশিদ খানের আগেই রয়েছে। তাকে আবারও টি-টোয়েন্টির অধিনায়ক বানাতে পেরে আমরা খুবই খুশি। আমি নিশ্চিত সে নিজের সেরাটা দিয়ে জাতির জন্য গৌরব বয়ে আনবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।