ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হেনরি-এজাজের রেকর্ড জুটির পর ইমামের লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
হেনরি-এজাজের রেকর্ড জুটির পর ইমামের লড়াই

করাচি টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন ম্যাট হেনরি। দশম উইকেটে এজাজ প্যাটেলের সঙ্গে গড়লেন রেকর্ড জুটি।

নিউজিল্যান্ডকে এনে দিলেন বড় সংগ্রহ। জবাব দিতে নেমে ইমাম উল হকের ফিফটিতে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান।  

পাকিস্তানের মাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৪৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নামা পাকিস্তান তিন উইকেট হারিয়ে ১৫৪ রানে দিন শেষ করে। তারা এখনও পিছিয়ে আছে ২৯৫ রানে।  

দিনের শুরুতেই নাসিম শাহর বলে বিদায় নেন ইশ সোধি। থিতু হয়ে থাকা টম ব্লান্ডেল ফিফটি হাঁকিয়ে উইকেট হারান আবরার আহমেদের বলে। টিম সাউদি এসে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দশম উইকেটে চমক দেখান ম্যাট হেনরি। তাকে সঙ্গ দেন এজাজ। গড়েন ১৪৯ বলে ১০৪ রানের জুটি। পাকিস্তানের মাটিতে টেস্টে দশম উইকেটে সফরকারী দলের সর্বোচ্চ রানের জুটি এটিই।

রেকর্ড গড়া জুটির পর এজাজ ৩৫ রানে বিদায় নিয়ে ইনিংসের ইতি টেনে দেন। হেনরি অপরাজিত থাকেন ৮১ বলে ৬৮ রান করে। পাকিস্তানের পক্ষে আবরার নেন ৪ উইকেট। তিনটি করে উইকেট তুলে নেন নাসিম ও আঘা সালমান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যঅট করতে নেমে শুরুতেই বিদায় নেন আবদুল্লাহ শফিক। চার মেরে ইনিংস শুরু করা এই ব্যাটার ১৯ রানে সাঝঘরে ফেরেন। এরপর ইমামকে সঙ্গ দেওয়া শান মাসুদ ঝড়ো শুরু করেন। কিন্তু ১১ বলে ২০ রান করতেই উইকেট হারিয়ে বসেন তিনি। বাবর আজম এসে কিছুক্ষণ সঙ্গ দেন ইমামকে। তিনি উইকেট হারান রান আউট (২৪) হয়ে।

বিপর্যয়ে পড়া পাকিস্তানকে পথ দেখান ইমাম। তাকে সঙ্গ দেন শাকিল। ইমাম ফিফটি পূর্ণ করেন ৮৯ বলে। ধৈর্য ধরে ব্যাট করতে থাকা শাকিল অপরাজিত আছেন ৭৫ বলে ১৩ রান করে। ৭৪ রানে অপরাজিত আছেন ইমাম।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।