ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে না খেলেও শিখছেন রাজা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
জাতীয় দলে না খেলেও শিখছেন রাজা ছবি: শোয়েব মিথুন

গত দুই বছর ধরে জাতীয় দলের টেস্ট স্কোয়াডের নিয়মিত সঙ্গী রেজাউর রহমান রাজা। যদিও কোনো ম্যাচ খেলা হয়নি এই পেসারের।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেই দারুণ বোলিং করেছেন তিনি।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। ওই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে কেবল ৮৯ রান করতে পারে চট্টগ্রাম। দলটির চার উইকেট নিয়েছেন রাজা, হয়েছেন ম্যাচসেরাও।

এরপর সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের সঙ্গে থাকার সুবিধার কথা জানতে চাইলে রাজা বলেছেন, ‘আসলে জাতীয় দলের সাথে থাকাটা আমার জন্য বড় সুযোগ। অ্যালান ডোনাল্ড, তিনি একজন বিশ্বমানের বোলার ছিলেন। আমাদের এখানে কোচ তিনি, তার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। ’ 

বোলিংয়ে কী চেয়েছেন জানতে চাইলে সিলেটের পেসার বলেন, ‘চেষ্টা ছিল ভালো কিছু করার। আমার প্রসেস অনুযায়ী বোলিং করেছি। নির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল, সে অনুযায়ী বোলিং করেছি। এটা (ভালো শুরু) আমার জন্য অনুপ্রেরণার এবং দলের জন্যও অনুপ্রেরণার। লিগের শুরুতে এমন পারফরম্যান্স দলের জন্যও ভালো। ’ 

সিলেট থেকে উঠে এসেছেন রেজাউর রহমান রাজা। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে খেললেও এবার তিনি আছেন নিজের এলাকার দলেও। প্রথম ম্যাচে সিলেটকে জেতালেন ম্যাচ। কেমন লাগছে তার?

জবাবে রাজা বলেন, ‘বিপিএলে যে দলের হয়েই খেলি ভালো খেলা উপহার দেয়া আমার দায়িত্ব। আমার নিজের জেলা সিলেটে আমি খেলার সুযোগ পেয়ে আমার ভালো লাগছে। আসলে বলের (সাদা-লাল বল) পার্থক্য খুব বেশি না, শুধু একটু লাইন-লেন্থ এ। সাদা বলে আসলে হয়তো একটু ভেরিয়েশন করা লাগে। সাদা বল-লাল বল আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমি চেষ্টা করছি, উইকেট অনুযায়ী বোলিং করার। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।