ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশের মেয়েরা।

সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নও হলো তারা।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। জবাবে ১৭.৩ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
 
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই বিদায় নেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তার। তবে স্বর্ণা আক্তার (২২) ও দিলারা আক্তার (১৭) মিলে সেই ধাক্কা সামাল দেন। অল্প লক্ষ্য হওয়ায় তাড়াহুড়ো করেননি তারা।

৫৯ থেকে ৬৪- এর ৫ রানের ব্যবধানে স্বর্ণা ও দিলারা দুজনেই বিদায় নিলে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে প্রথমে দিলারা বিশ্বাস (১০) ও পরে মিষ্টি সাহাকে নিয়ে বাকি পথে নিরাপদেই পাড়ি দেন রাবেয়া। দুজনে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। ২৪ বলে ১৮* রান আসে রাবেয়ার ব্যাট থেকে। আর মিষ্টি অপরাজিত থাকেন ১৪ রানে।

এর আগে  টস হেরে ফিল্ডিংয়ে নেমে যুক্তরাষ্ট্রকে অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে চতুর্থ ওভারে লাসিয়া মুল্লাপুদিকে (৫) সাজঘরে ফেরান দিশা বিশ্বাস। এরপর ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পল। বড় জুটি গড়লেও দুজনই রান তুলেছেন ধীরগতিতে। ৩৯ বলে ২০ রান করে রানআউট হন ধ্রিংলা। স্নিগ্ধা আউট হন ৩৭ বলে ২৬ রান করে।

ধ্রিংলা ও স্নিগ্ধার বিদায়ের পর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ’ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি।  

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র- ২০ ওভারে ১০৩/৪ (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০; দিশা ১৩/২, মারুফা ১৭/১)
বাংলাদেশ- ১৭.৩ ওভারে ১০৪/৫ (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*; আদিতিবা ১৫/২)

ফলাফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।