ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ থেকে শুরু করতে চান তৌহিদ হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
শেষ থেকে শুরু করতে চান তৌহিদ হৃদয় ফাইল ছবি

অবিশ্বাস্য ফর্মে ছিলেন তৌহিদ হৃদয়। বিপিএলের এবারের আসর তার শুরু হয়েছিল মনে রাখার মতো।

কিন্তু এর মধ্যেই হুট করে হাজির হয় ইনজুরি। তৌহিদ তাতে ছিটকে গেছেন প্রায় দুই সপ্তাহের জন্য। শনিবার অবশ্য ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে অনুশীলন করেছেন হৃদয়।

এবারের বিপিএলে চার ম্যাচের তিনটিতে ব্যাট হাতে মাঠে নেমেছেন তৌহিদ হৃদয়। তাতে ১৯৫ রান করার পথে তার গড় ৬৫, স্ট্রাইক রেট ১৭০ ছুঁইছুঁই। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানিয়েছেন, দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশার কথা।

তিনি বলেন, ‘এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করতেছি। আমার সেলাই কাটা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আসবো ইন শা আল্লাহ। আমার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবে কবে থেকে ফিরবো। ’

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে শেষ ম্যাচে করেছেন ৪৬ বলে ৮৪ রান করেছেন হৃদয়। তবে চোট কাটিয়ে এসে যে আবারও পুরোনো ফর্মে ফেরা সহজ হবে না, সেটা জানেন তিনিও। যদিও হৃদয়ের আশা, শেষ থেকেই শুরু করতে পারবেন আবার।

তিনি বলেন, ‘আমি বলতে পারতেছি না। তবে আমি চেষ্ট করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইন শা আল্লাহ। ’

‘আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি মনে করি যত সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায় ততই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।