ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন মৌসুমের চুক্তিতে কোচ নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
তিন মৌসুমের চুক্তিতে কোচ নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

এবারের বিপিএলে নানা সমালোচনা আছে। তবে একটি দিক আলাদা- বিসিবি ফ্র্যাঞ্চাইজি দিয়েছে তিন বছরের জন্য।

এমন হলে প্রতিটি দলেরই থাকে একটি মূল ভিত্তি। ক্রিকেটার, কোচরা থাকেন দলের সঙ্গে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অন্তত তাদের পেস বোলিং কোচ রবিউল ইসলাম শিবলুর সঙ্গে তেমন চুক্তিই করেছে। কোচ নিজেই জানিয়েছেন এমন কথা।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি দলে পরিবর্তনের ব্যাপারে আরও বলেছেন, ‘খেলোয়াড়দের ক্ষেত্রে পরিবর্তন আসবে। অনেক সময় টিম করা হয়। সে জায়গাগুলোতে সমস্যা হলে আমরা ক্রিকেটার নেওয়ার চিন্তাভাবনা করি। আর কোচিং স্টাফের বিষয় হলো ফ্রাঞ্চাইজির বিষয়। আমরা যারা লোকাল আছি, তারা ঠিক আছি। ’

‘চট্টগ্রাম দলে এবার লোকাল কোচদের এইভাবে পাওয়া যায় নাই। আমাদের টিমে কোচিং স্টাফ কম। এখন যারা কোচিং স্টাফ আছি, কমিউনিকেশন খুবই ভালো। আমাদের ওনার পার্সোনালি আমাদের সঙ্গে কথা বলছে। উনি চায়, আমরা যেন প্লেয়ারদেরকে সুন্দরভাবে মোটিভেট করি। আমরা যাতে প্লেয়ারদেরকে ভালোভাবে সামনে আগায় নিতে পারি। এইটা নিয়েই সবসময় চিন্তা করছি৷’

এবারের বিপিএলে একদমই ভালো করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ ম্যাচে কেবল দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। রবিউল অবশ্য সমস্যা দেখছেন না দলের কম্বিনেশনে।

তিনি বলেছেন, ‘টিম কম্বিনেশনটা ভালো ছিল। যে পারফর্মেন্সটা দরকার ছিল, সেটা ফুলফিল পাই নাই। পারফর্ম যেটা হইছে, সেটা ধরে রাখতে পারি নাই। ’

‘গতবারে কম্বিনেশনটা একরকম, এবারেরটা অন্যরকম। এবার ম্যাক্সিমাম ইয়ং প্লেয়ার ছিল। ওদের ওপর এক্সপেকটেশন বেশিই থাকে। সেই অনুযায়ী পারফর্ম করতে পারি নাই। যার কারণে ফ্যান সংখ্যা কিছুটা কমতে পারে। আমাদের ওনারের প্ল্যান আছে নেক্সট ইয়ার বিগ বাজেটের টিম গড়বে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।