ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার হয়ে বিপিএল মাতাতে ঢাকার পথে রাসেল-নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
কুমিল্লার হয়ে বিপিএল মাতাতে ঢাকার পথে রাসেল-নারাইন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন ক্যারিবিয়ান দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন। আগেই প্লে-অফ নিশ্চিত করে রাখা ফ্রাঞ্চাইজিটি ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএলের নবম আসরে দারুণ খেলে যাচ্ছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তারা। নিজেদের দলকে আরও শক্তিশালী করতে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার রাসেল ও নারাইনকে উড়িয়ে আনছে তারা। জানা গেছে আজ রাতেই তারা পৌঁছাবেন ঢাকায়।  

আগামীকাল (মঙ্গলবার) মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে এই দুইজন মাঠে নামবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরেই খেলেছেন রাসেল ও নারাইন। তবে এবার আবুধাবিতে আইএল টি-টুয়েন্টির জন্য তারা নবম আসরের শুরু থেকে ছিলেন না।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।