ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকেই খুঁজছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকেই খুঁজছে বিসিবি

হেড কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহের নিয়োগ চূড়ান্ত হয়েছে। এই লঙ্কান স্থলাভিষিক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোর।

এর সঙ্গে হেড অব প্রোগ্রামস হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে ডেভিড মুরসকে। প্রক্রিয়াধীন আছে জাতীয় দলের জন্য একজন সহকারী কোচ নিয়োগও।  

এই দায়িত্ব পারেন দেশি কোচরা, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সামনে এসেছিল বেশ কয়েকজনের নামও। তবে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সহকারী হিসেবে তারা খুঁজছেন বিদেশি কাউকেই। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।  

পাপন বলেছেন, ‘আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি- আপাতত একজন বিদেশি কোচ খুঁজছি সহকারী হিসেবে বা ওই ধরনের কিছু একটা। এটার পেছনে কারণ হচ্ছে যেটা আপনাদের আগে অনেকবার বলেছি, যে পরিমাণ খেলা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরেকজন যদি থাকে, তাহলে হবে কী, যে হেড কোচ তার সঙ্গে আরেকজন থাকলে চিন্তা-ভাবনা, পরিকল্পনা, এসবকিছু একটা মিল থাকবে। ’

বিদেশি কাউকে সহকারী করার কারণ জানিয়ে পাপন বলেছেন, ‘কারণ কন্টিনিউয়াস খেলা, এমন না যে মাঝখানে বিরতি আছে ওদের আবার আরেকভাবে তৈরি করা হবে। এজন্য একটা সমন্বয় রাখার জন্য আমরা এটা চিন্তা করেছি, একটা বিদেশি কোচ খুঁজছি। এটা নিয়েই আমরা কথা বলছি। আশা করছি সিরিজের আগেই একটা সিদ্ধান্তে আসতে পারবো। ’ 

যদিও দেশিদের পরিকল্পনাও আছে বিসিবির। হেড কোচ হিসেবে চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে একজন সহকারীও থাকবেন বিদেশি। তবে তাদের সঙ্গে থাকতে পারেন দেশি কেউ, ভবিষ্যতের জন্য তৈরি করা হবে তাকে। এ ব্যাপারে বিসিবি বাংলাদেশের কাউকে প্রস্তাবও দেবে বলে জানিয়েছে।

তিনি বলেছেন, ‘আমাদের আরেকটা পরিকল্পনা হচ্ছে যে দেশিয় কিছু কোচকে আমরা অ্যাপ্রোচ করবো, যদি তারা আগ্রহী থাকে, তাহলে আমাদের যদি কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হয়। তাহলে সামনে কয়েক বছর পর এরাও দায়িত্ব নিতে হবে। ’

এতদিন টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম। তিনিও কি আসতে পারেন বাংলাদেশে? এমন প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘আমাদের তালিকায় আছে। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।