ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
বাংলাদেশ সফরের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। সফরের জন্য দল ঘোষণা করেছে তারা।

যেখানে সবচেয়ে বড় চমক টেস্ট থেকে তারকা ওপেনার পল স্টার্লিংয়ের বাদ পড়া। সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ, তাই তাকে শুধু সাদা বলে খেলার পরামর্শ দিয়েছেন কোচ হেইনরিখ মালান। আইপিএলের কারণে শুধু ওয়ানডে দলেই রাখা হয়েছে পেসার জশ লিটলকে।  

আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথমটি ২৭ মার্চ, দ্বিতীয়টি ২৯ মার্চ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এরপর ৪-৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।   

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ড দল

ওয়ানডে: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।  

টি-টোয়েন্টি: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

টেস্ট: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।