ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে বিদ্যুৎ-বিভ্রাট, বন্ধ খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বিপিএলে বিদ্যুৎ-বিভ্রাট, বন্ধ খেলা

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ চলছে ফরচুন বরিশালের। প্রথম ইনিংসের তৃতীয় বল করার প্রস্তুতি নিচ্ছিলেন শফিকুল ইসলাম।

কিন্তু হঠাৎ করে পুরো স্টেডিয়াম হয়ে গেল অন্ধকার। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখতে হলো।   

এরপরই মিরপুরে দেখা মেলে অদ্ভূত এক দৃশ্যের। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালান দর্শকরা।  দুই দলের খেলোয়াড়রা গোল হয়ে দাঁড়ান। ফোনের আলোতে ভরসা করে ধীরে ধীরে যান ডাগ আউটের দিকে। এদিকে গ্যালারি থেকে ‘বিসিবি ভুয়া’, ‘বিসিবি ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন দর্শকরা।

এ ঘটনার কারণ এখনও ব্যাখ্যা দেয়নি বিসিবি।  তবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্টেডিয়ামে এমন অবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।