ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুরের একাদশে পুরান-ব্রাভো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
রংপুরের একাদশে পুরান-ব্রাভো

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলছে ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিল। দলগুলো ছুটছে বড় তারকার জন্য।

এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রংপুর রাইডার্স নিয়ে এসেছে দুই ক্যারিবীয়ান তারকাকে। ফরচুন বরিশালের বিপক্ষে একাদশে আছেন নিকোলাস পুরান ও ডোয়াইন ব্রাভো।  

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম এলিমেনটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।  

দুই দলের একাদশেই দেখা গেছে তারকাদের মেলা। রংপুরের চার বিদেশি হিসেবে আছেন দাসুন শানাকা, নিকোলাস পুরান, মুজিব উর রহমান ও ডোয়াইন ব্রাভো। বরিশালের চার বিদেশি হলেন ডোয়াইন প্রিটারিয়োস, করিম জানাত, ভানুকা রাজাপক্ষে ও আন্দ্রে ফ্লেচার।  

১২ ম্যাচের ৮টিতে জয় নিয়ে তৃতীয় হয়ে প্লে অফ নিশ্চিত করে রংপুর। এক জয় কম পেয়ে চতুর্থ হয় বরিশাল। দিনের পরের ম্যাচে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

বাংলাদেশ সময় : ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।