ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিফলে জ্যোতির ফিফটি, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বিফলে জ্যোতির ফিফটি, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হার বাংলাদেশের

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় হার দেখলো বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল টাইগ্রেসরা।

এবার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটির পরও অস্ট্রেলিয়ার কাছে হারলো তারা।

সেইন্ট জর্জেস পার্কে গতকাল রাতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে অজি মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।  

শুরুতে ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তবে মিডল অর্ডারে প্রায় একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে ফেরার আগে তিনি ৫০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। লড়াকু ইনিংসটি তিনি ৭টি চার ও ১ ছক্কায় সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন স্বর্ণা আক্তার। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।  

বল হাতে অস্ট্রেলিয়ার ওয়ারেহাম ৩টি এবং ডার্সি ব্রাউন ২টি উইকেট নিয়েছেন।

জবাবে জয় তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনার বেথ মুনি (২) ছাড়া বাকি তিন ব্যাটার স্বাভাবিক ব্যাটিং করেছেন। আরেক ওপেনার অ্যালিসা হিলি ৩৬ বলে ৩৭ রান করেছেন। তবে ৪৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে মূল ভূমিকা পালন করেন অজি অধিনায়ক মেগ লেনিং। আর অ্যাশলে গার্ডনার ২০ বলে ১৯ রান করে দারুণ সঙ্গ দেন। দুজনেই অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। বল হাতে বাংলাদেশের মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার ১টি করে উইকেট নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।