ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশজুড়ে লেগ স্পিনার খুঁজবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
দেশজুড়ে লেগ স্পিনার খুঁজবে বিসিবি

ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে একটি দৃশ্য বেশ নিয়মিত। যেখানে আলো ছড়ান লেগ স্পিনাররা।

কিন্তু ব্যতিক্রম শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল)। একটা সময় লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিল বিসিবি। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। বরাবরের মতো এবারও বিপিএলে কম দেখা গেছে লেগ স্পিনারদের ভেলকি।

তবে এখানে লেগ স্পিনার সংকটও একটা বড় কারণ। তবে সেই সংকট কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা নিচ্ছে বিসিবি। গত মাসে হেড অব প্রোগ্রাম হিসেবে ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে তারা। সেই মুরই এখন দেশজুড়ে লেগ স্পিনার খুঁজে বেড়াবেন।

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাপন বলেন, ‘বিপিএল না কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে জানালো সে লেগ স্পিনারদের খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সে সারা বাংলাদেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী। করে, সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আশা করি আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই। ’

‘বিপিএল না কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে জানালো সে লেগ স্পিনারদের খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সে সারা বাংলাদেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী। করে, সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আশা করি আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই। ’

এক বছরের মধ্যে ভালো লেগ স্পিনার পাওয়ার আশা পাপনের, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। এমন পাবো না যে এখনই আমাদের জন্য জাতীয় দলে খেলতে পারবে। আমরা যদি পটেনশিয়াল আছে পাই, তাদেরকে যদি ভালো কোচের অধীনে দিতে পারি ৬ মাসের অনুশীলন। এক বছর পরে হলেও তো আমরা একটা ভালো লেগ স্পিনার পেতে পারি। আমরা ওই চেষ্টাটাই করবো। ’

বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।