ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তৌহিদ হৃদয়কে একটু তাড়াতাড়িই নেওয়া হয়েছে: মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তৌহিদ হৃদয়কে একটু তাড়াতাড়িই নেওয়া হয়েছে: মাশরাফি ছবি: শোয়েব মিথুন

ঘরোয়া লিগে তৌহিদ হৃদয়ের নাম আগেও শোনা গেছে টুকটাক। কিন্তু কখনোই সেভাবে প্রাদপ্রদীপের আলোয় আসতে পারেননি।

এবারের বিপিএল তাকে এনে দিয়েছে সেটি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জায়গা পেয়েছেন ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে।

এবার বিপিএলে ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড়ে ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন তৌহিদ। ছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ। কিন্তু ২২ বছর বয়সী এ ব্যাটারর একটু তাড়াতাড়িই জাতীয় দলে ডাক পেয়েছেন বলে বিশ্বাস সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  

বৃহস্পতিবার ফাইনালের পর তিনি বলছিলেন, ‘তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। আমাকে যদি বলেন...আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ভেরি আর্লি স্টেজ। আমি মনে করি সবাইকে মেনে নিতে হবে এখন। জাতীয় দলে গিয়ে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে, আমি আশা করি না ও এসেই...ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত তৌহিদ হৃদয়ের কাছ থেকে। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়, আমার মতামত দিচ্ছি। ’

জাতীয় দলে অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার শেষ হয়েছে এক দুই ম্যাচে। প্রত্যাশার চাপ মেটাতে না পারায় বাদ দেওয়া হয়েছে দলকে। তৌহিদের ক্ষেত্রে যেন এমন না হয়, সেটাই চাওয়া মাশরাফির। জাতীয় দলের সাবেক অধিনায়ক এটাও বলেছেন, বারবার জাতীয় দলে এনে ক্রিকেটারদের থিতু করা ভালো নয় কারোও জন্যই।

মাশরাফি বলেন, ‘এমন না হয় নিয়ে আবার রান না ফেলে দেওয়া হয়। প্রশ্ন আমরা করি না কেউ কেন আপনি এক টুর্নামেন্ট দেখে নিচ্ছেন, আবার দুই ম্যাচ দেখে বাদ দিচ্ছেন। এ জিনিসগুলো নেওয়ার সময়ও যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। দেখেন, প্রচুর চাপ কিন্তু ওরাই নেয়। আপনারাও লেখেন, আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপর চলে আসে। ’

‘খেলোয়াড়দের তৈরি করতে হলে তাকে তো ওই পরিমাণ সুযোগ বা বিভিন্ন জায়গায় খেলিয়ে খেলিয়ে প্রস্তুত করতেই হবে। আল্টিমেটলি জাতীয় দলে গিয়ে বারবার একটা প্লেয়ারকে সেট করা দলের জন্যও যেমন কঠিন হয়ে যায়, ওই খেলোয়াড়ের জন্যও কঠিন হয়ে যায়। ’

তৌহিদের জন্য পরামর্শও আছে মাশরাফির, ‘আমি তৌহিদ হৃদয়ের কথা একটু বলবো, ফ্যান্টাসটিক প্লেয়ার, এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু একই সঙ্গে আমার ক্ষেত্রে বলবো যদি তিনটা-চারটা, পাঁচটা ম্যাচ রান না করে আমি অবাক হবো না। কারণ আন্তর্জাতিক ম্যাচ ইজ আন্তর্জাতিক ম্যাচ। ওখানে অনেক রকম চাপ থাকবে, আমি আশা করবো যে ও চাপমুক্ত খেলুক। ’

‘আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রথম চার পাঁচ ম্যাচ, সাত ম্যাচ কিন্তু পারফর্ম করা সহজ নতুন খেলোয়াড়ের জন্য জাতীয় দলে। কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে খেলা শুরু করবেন। দিন যত যাবে, তত কঠিন হবে। কারণ কম্পিউটার অ্যানালিস্ট থাকে, আপনার দুর্বল জায়গা চার্জ করবে। আমি আশা করি ও মানিয়ে নিতে পারবে। দারুণ প্লেয়ার, একটু আর্লি...। ’

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।