ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অপছন্দের কেউ পারফর্ম করলেও দলে নেবেন তামিম 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
অপছন্দের কেউ পারফর্ম করলেও দলে নেবেন তামিম 

তামিম ইকবালের সংবাদ সম্মেলনের বড় অংশজুড়েই ছিল মাঠের বাইরের নানা প্রসঙ্গ। এর মধ্যে সবচেয়ে বেশি কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে।

এর মধ্যে প্রশ্ন আসে দল নির্বাচন নিয়েও। সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন না তাইজুল ইসলাম। এই স্পিনারকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে।  

এর ব্যাখায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন অধিনায়কের পছন্দে নেওয়া হয়েছে তাকে। এমন মন্তব্যকে ‘অস্বাস্থ্যকর’বলছেন তামিম। রোববার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দল বাছাইয়ের বৈঠকে অনেক কিছুই আলোচনা হয়। বন্ধ দরজার ভেতরে অনেক কথা হয়। অনেক কিছুতে আমি একমত হই, একমত হই না। নির্বাচকদের ক্ষেত্রেও তা-ই। অনেক মতভেদ হয়। ’

‘তবে আমরা সবাই মিলে একটি দল। আমি, প্রধান কোচ, নির্বাচক... আমরা সবাই একটি দল। আমি এখানে বসে বলব না, এটা উনার কাজ বা ওটা আরেকজনের কাজ। যদি ব্যর্থ হই, তাহলে আমরাই ব্যর্থ হবো। ফলাফল পেলেও আমরা দল হিসেবেই পাবো। ওখান (বন্ধ দরজার বৈঠক) থেকে কোনো কিছু বেরিয়ে আসা খুব স্বাস্থ্যকর নয়। ’ 

তাইজুল ইসলামের ওয়ানডেতে অভিষেক হয় ২০১৪ সালে। এরপর কখনোই খুব একটা নিয়মিত হতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ২৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। পরে জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচে সুযোগ পেয়ে ৩ উইকেট নেন তিনি। এরপর বাদ পড়েন ভারতের বিপক্ষে।  

তামিম অবশ্য বলছেন, তাইজুল এবার আছেন যৌক্তিকভাবেই। ‘একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কথা হচ্ছে। সত্যি বলতে, ওকে (তাইজুল) ভারতের বিপক্ষে দলে না দেখে আমি খুবই অবাক হয়েছি। কারণ, ও সবশেষ তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছে। ’ 

‘অধিনায়ক হিসেবে আমার মন্ত্র খুব স্বাভাবিক। আমি সবসময় পারফরম্যান্সকে প্রাধান্য দেবো। আমি এমন কাউকে নেবো না বা সমর্থন করব না যে ৫ ম্যাচ খেলে কোনো উইকেট পাচ্ছে না। ’ 

তাইজুলকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে নাসুম আহমেদকে। এ নিয়ে তামিম বলেছেন, ‘এক্ষেত্রে বলতে হয়, নাসুমও (আহমেদ) দুর্দান্ত। টি-টোয়েন্টিতে সে দারুণ করছে। পাশাপাশি ওয়ানডেতেও যে সীমিত সুযোগ পেয়েছে, সে ভালো করেছে। সবার একটা সিরিজে একটা চিন্তাধারা থাকে, বোলিং আক্রমণটা কেমন হবে। আমাদের মনে হয়েছে, তাইজুল বেশি মানানসই হবে। এই সিদ্ধান্তে কাজ হতে পারে, নাও হতে পারে। ’ 

‘তবে আমি সবসময় পারফরম্যান্সকে প্রাধান্য দেবো, সেটা যে-ই হোক। আমি যদি কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ না করি, কিন্তু সে যদি পারফর্ম করে, আমি অবশ্যই তাকে নেবো। এটা আমার দায়িত্ব। আমি যদি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হতাম, তখন হয়তো পছন্দ বা অপছন্দের কথা চিন্তা করতাম। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তাই এসব কোনো ম্যাটার করে না। যে-ই পারফর্ম করবে, তার পাশে আমি থাকব। ’ 

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।