ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তানভীর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তানভীর

জাতীয় দলে দীর্ঘদিন অনিয়মিত সোহেল তানভীর এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন।  

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই বাঁহাতি পাকিস্তানি পেসার।

তবে ঘরোয়া লিগগুলোতে আপাতত খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০টি উইকেট শিকার করেছেন তানভীর। এর মধ্যে ওয়ানডে ৭১টি, টি-টোয়েন্টিতে ৫৪টি ও টেস্টে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের অংশ ছিলেন না তানভীর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতাও রয়েছে তানভীরের। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। সেবার রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল এবং সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন এই পাকিস্তানি পেসার। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জিতেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।